হ্যাকিং এর কবলে পড়েছে এচবিও চ্যানেল। রবিবার হ্যাকাররা চুরি করেছে ১.৫ টেরাবাইট ভিডিও ফুটেজ ও স্ক্রিপ্ট। এর মাঝে রয়েছে জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনস এর নতুন এপিসোডের ফুটেজ ও স্ক্রিপ্ট। এছাড়াও রয়েছে ‘ব্যালারস’ ও ‘রুম নম্বর ১০৪’ এর ফুটেজ।
রবিবার অজ্ঞাত এক ইমেইল আইডি থেকে এই হ্যাকিংকে অন্যতম সেরা হ্যাকিং হিসেবে অবিহিত করে বিভিন্ন সাংবাদিকের কাছে একটা ইমেইল আসে যাতে লেখা ছিল- “Hi to all mankind. The greatest leak of cyber space era is happening. What’s its name? Oh I forget to tell. Its HBO and Game of Thrones……!!!!!…”
এইচবিও চ্যানেল কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে তদন্তে নেমে পড়েছে।
সম্প্রতি টিভি চ্যানেলগুলোর উপর হ্যাকিং বেড়ে গেছে। এপ্রিলে হ্যাকিং এর শিকার হয় নেটফ্লিক্স চ্যানেলের অরেঞ্জ ইজ দ্যা নিউ ব্লাক সিরিজ। এর পরের মাসে সাইবার হামলার শিকার হয় ডিজনি চ্যানেল। তবে সবচেয়ে বড় সাইবার হামলা ঘটে ২০১৪ সালে সনি টিভিতে । সেবার সনির ১০০ টেরাবাইট ভিডিও হ্যাক করে নেয় হ্যাকাররা।