ইন্দোনেশিয়ার বালির মাউন্ট আগুং আগ্নেয়গিরি ফের জেগে উঠেছে

0
ইন্দোনেশিয়ার বালির মাউন্ট আগুং আগ্নেয়গিরি ফের জেগে উঠেছে

মাউন্ট আগুং আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে গলগল করে বেরচ্ছে ধোঁয়া। ইতোমধ্যেই সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে ইন্দোনেশিয়ায়।

ইন্দোনেশিয়ার বালির মাউন্ট আগুং আগ্নেয়গিরি ফের জেগে উঠেছে

প্রশাসনের পক্ষ জানানো হয়েছে, যে কোনও মুহূর্তে জ্বালামুখ থেকে বেরিয়ে আসা লাভাস্রোত ছড়িয়ে পড়তে পারে আশপাশের বিস্তীর্ণ এলাকায়। আগ্নেয়গিরি জেগে ওঠার শব্দ, যতই দুর্বল হোক, শোনা যেতে পারে ১২ কিলোমিটার দূরের এলাকাতেও। তাই মাউন্ট আগুং আগ্নেয়গিরির ৮ থেকে ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পড়া এলাকাগুলি থেকে এখনই বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।

বিপদ আঁচ করে ২৪ ঘণ্টা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে বালি বিমানবন্দর। বাতিল করা হয়েছে ৪৪৫টি বিমান। জেগে ওঠা আগ্নেয়গিরি থেকে গরম ছাই ভেসে আসছে বলে বালি বিমানবন্দর থেকে কম করে ৬০ হাজার মানুষের বিমানযাত্রা বাতিল হয়েছে।

বালির পূর্ব প্রান্তে ৯ হাজার ৮০০ ফুট উচ্চতার মাউন্ট আগুং আগ্নেয়গিরি এর আগে ভয়াবহ ভাবে লাভা উদগীরণ করেছিল ১৯৬৩ সালে। তাতে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ধূলিসাৎ হয়ে গিয়েছিল গ্রামের পর গ্রাম। সূত্র: গার্ডিয়ান

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে