বৈধ অভিবাসী কমাতে ট্রাম্প ও তার অনুসারী সিনেটরদের বিল উত্থাপন

0

অবৈধ অভিবাসী কমাতে ব্যবস্থা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার মনোযোগ দিয়েছেন দেশটির বৈধ অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনতে। রিপাবলিকান দলের আরকানসাসের সিনেটর টম কটন ও জর্জিয়ার সিনেটর ডেভিড পারডু এর উত্থাপন করা এই সম্পর্কিত বিলে সমর্থন প্রকাশ করেছে হোয়াইট হাউজ।

U.S
FILE PHOTO: An immigrant woman holds a U.S. flag during a U.S. Citizenship and Immigration Services Naturalization ceremony in the New York Public Library in New York, U.S

বর্তমান বৈধ অভিবাসীরা তাদের আত্মীয় স্বজনদের যুক্তরাষ্ট্রে আনার যে সুযোগ পান তা কমিয়ে আগামী দশ বছরে যুক্তিরাষ্ট্রে বৈধ অভিবাসীর সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে বিলটিতে। যদিও বিলটি পাশ হওয়ার ক্ষেত্রে বিরোধিতা করছেন কিছু রিপাবলিকান সিনিয়র সিনেটর। তাদের ভাষ্যমতে, অভিবাসন আইন সংস্কার করাতেই বেশী সুফল পাওয়া সম্ভব। রেইজ এক্ট (RAISE ACT) নামের এই বিলটিতে কানাডা ও অস্ট্রেলিয়ার মত অভিবাসীদের জন্য মেরিট বেজড প্রক্রিয়ার সুপারিশ করা হয়েছে। ট্রাম্প ও তার রিপাবলিকান সমর্থকরা বর্তমান অভিবাসন আইনকে পুরাতন ও যুগোপযোগী নয় বলে মন্তব্য করেছেন।

এছাড়াও তারা আরো বলেন যে, বর্তমান আইন অধিক অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আসার সুযোগ দেয়ায় যুক্তরাষ্ট্রে শ্রমের দাম তুলনামূলক কমে যাচ্ছে যাতে করে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন। ট্রাম্প বলেন, এই প্রতিযোগীতা পূর্ণ প্রক্রিয়ায় ইংরেজী জানা লোকেরা অগ্রাধিকার পাবে। এবং এমন সব লোকজন অগ্রাধিকার পাবে যাদের কর্মদক্ষতা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ভুমিকা রাখতে পারবে। সিনেটররা বলেন, এই বিল নিয়ে তারা হোয়াইট হাউজের সংগে কাজ করছেন।

এই বিলটিতে প্রতিবছর ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারীর মাধ্যমে বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশ গুলো হতে যে পঞ্চাশ হাজার অভিবাসীদের যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্ব দেয়া হয় বন্ধ করার সুপারিশ করা হয়েছে। এছাড়াও রিউফিউজি গ্রহন করার ক্ষেত্রে যে পঞ্চাশ হাজার জনের অনুমোদন চালু আছে তাও কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে।

সূত্রঃ রয়েটার্স

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে