
আগে পরে কখনো ঐভাবে ফিল করতে না পারলেও The Tourist দেখতে গিয়ে তার প্রতি যে আকর্ষণ সৃষ্টি হয়েছিলো তাতো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ফ্যান্টাসি কি জিনিস সেদিন বুঝেছিলাম।
![]()

আন্তর্জাতিক ক্রাশ। Titanic দেখে নাই এমন পাবলিকও নাই আর তার প্রেমে পড়ে নাই এমন লোকও নাই। ছেলে বুড়ো সবাই তার জন্য একটা সময় পাগল ছিলো। তিনি সেই Rose।
![]()

Most Beautiful Bollywood Actresses এর অনেক লিস্টেই তাকে প্রথম স্থানে খুঁজে পাবেন একে। ২৩ বছর আগে Miss World হয়েছিলেন তিনি। রূপের কদর আজও কমেনি।
![]()

The Notebook যারা দেখেছেন তাদের কাছে নতুন করে বলার কিছুই নাই। অপরূপ!
![]()

এই সুন্দরীর মোহে আটকে ছিলাম একটা লম্বা সময়। আমাদের দেশের নাটক বিজ্ঞাপন তারকাদের মধ্যে আমার কাছে সুন্দরী মোনালিসা।
![]()

জীবনে ডাইনীর প্রেমে পড়ছেন? আমি পড়ছি ভাই।
Scarlet Witch (The Avengers Series)
![]()

ঠান্ডা সুন্দরী। সেইসাথে সফল অভিনেত্রী। অস্কার পেয়েছিলেন Black Swan ফিল্মের জন্য।
![]()

The Mummy তে প্রথম দেখি। তারপর The Mummy Returns এ এবং ঘটনার শুরু এখান থেকেই।
![]()

Game of Thrones দেখে আমি তার পাগল হইনি। পাগল হয়েছিলাম Me Before You দেখে। ছবিটি না দেখলে খালেসির আসল রূপটা বুঝতে পারবেন না।
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-১
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-২
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৩
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৪
লেখকঃ Francis John Rozar














