চলছে বিপিএল এর ফাইনাল ট্রপির লড়াই

0
চলছে বিপিএল এর ফাইনাল ট্রপির লড়াই

রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস এবং মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স। টসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে সাকিব আল হাসানের দল।

চলছে বিপিএল এর ফাইনাল ট্রপির লড়াই

এরআগে চারটি আসরের সবকটি শিরোপা উঠেছে এই দুই অধিনায়কের হাতে। ৩টি শিরোপার মালিক মাশরাফি আজ চতুর্থ শিরোপার জন্য মাঠে নামবেন। অন্যদিকে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস নামবে টানা দ্বিতীয় শিরোপা জয়ের টার্গেটে।

বিপিএলের প্রথম দুই আসর ২০১২ ও ২০১৩ সালে তখনকার ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে শিরোপা এনে দিয়েছিলেন ম্যাশ। এক বছর বিরতি দিয়ে ২০১৫ সালে আবারও যখন মাঠে গড়াল বিপিএল, নড়বড়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসকেও শিরোপা উপহার দিলেন টাইগার ক্যাপ্টেন। নানা আভ্যন্তরীণ জটিলতায় কুমিল্লা ভিক্টোরিয়ানসকে টানা দ্বিতীয় শিরোপা উপহার দিতে পারেননি ম্যাশ।

এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়েই ফাইনালে উঠেছে মাশরাফি বাহিনী। এর আগে এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটানসকে হারিয়ে কোয়ালিফাই করে রংপুর রাইডার্স।

আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সেই কুমিল্লাকে হারিয়েই সরাসরি ফাইনালের টিকিট পেয়েছিল সাকিবের ঢাকা ডায়নামাইটস।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে