টি-টেন ক্রিকেটে মাত্র ২৬ বলে বাবরের সেঞ্চুরি

0
টি-টেন ক্রিকেটে মাত্র ২৬ বলে বাবরের সেঞ্চুরি

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো টি-টেনের আসর বসে। টি-টেন ক্রিকেটে আয়োজক এবং দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছে। তার রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের মাটিতে টি-টেন ম্যাচের আয়োজন করা হয়।

টি-টেন ক্রিকেটে মাত্র ২৬ বলে বাবরের সেঞ্চুরি

শহিদ আফ্রিদি ফাউন্ডেশন আয়োজিত চ্যারিটি ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন বাবর আজম। পাকিস্তান জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান ২৬ বলে করেন সেঞ্চুরি।

আজ রোববার ফয়সালাবাদে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হয় এসএএফ রেডস ও এসএএফ গ্রিন। আগে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ২০১ রানের পাহাড় গড়ে এসএএফ রেডস। জবাবে ব্যাটিংয়ে নেমে বাবরের টর্নেডো-সেঞ্চুরিতে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে এসএএফ গ্রিন।

দুদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম (৩৫ বলে, যৌথ) সেঞ্চুরির রেকর্ড গড়েন রোহিত শর্মা। তাকে নিয়ে প্রশংসার জোয়ার শেষ হতে না হতেই নিজের প্রথম টি-টেন ম্যাচে তাণ্ডব বইয়ে দেন বাবর আজম।

২৬ বলে সেঞ্চুরির পথে মাত্র দুটি বল থেকে রান নিতে পারেননি বাবর। ১১টি ছক্কা এবং ৭টি চারের সাহায্যে দানবীয় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৩৮৪.৬২ স্ট্রাইক রেটে সেঞ্চুরি করেন বাবর।

এর আগে এসএএপ রেডসের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন শোয়েব মালিক। ২০ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অবসরে যান পাকিস্তান জাতীয় দলের তারকা ব্যাটসম্যান। এছাড়া দলটির হয়ে ফখর জামান ২৩ বলে ৭৬ রানের টর্নেডো ইনিংস উপহার দেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে