করোনা ইস্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মুশফিকুর রহিমের থাকা অনিশ্চিত। খেলতে পারবেন না লিটন কুমার দাসও। শ্বশুরের অসুস্থতার কারণে সিরিজে খেলবেন না লিটন। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান আকরাম খান নিশ্চিত করেন তথ্য।
জিম্বাবুয়ে থেকে বাংলাদেশ দল দেশে ফিরবে ২৮ জুলাই। লিটন রওনা দিয়েছেন সোমবার (২৬ জুলাই)। কারণ জিম্বাবুয়ে থেকে ফিরে গোটা দলকে সরাসরি প্রবেশ করতে হবে জৈব সুরক্ষাবলয়ে।
পরিবারের সঙ্গে দেখা করতে হলে লিটনকে বের হতে হবে সুরক্ষাবলয় ভেঙ্গে। অজিরা এমনিতেই সংক্রমণ নিয়ে ভয়ে আছে, দিয়ে রেখেছে নানান শর্ত। তাই লিটনকে খেলানোর ঝুঁকি নেবে না বাংলাদেশ।
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে চোটের কারণে থাকবেন না তামিম। বাবা-মা অসুস্থ, মুশফিকও থাকছেন না। ছিটকে পড়লেন লিটন। বড়ো সিরিজে কিছুটা পিছিয়েই শুরু করবে স্বাগতিকরা।
উল্লেখ্য, ২৯ জুলাই বাংলাদেশে আসার কথা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সবগুলো ম্যাচ হবে মিরপুরে।