চলছে ক্ষণগণনা। আর মাত্র ছয় দিন। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের পর্দা উঠছে যাচ্ছে ২৩ জুলাই, জাপানের টোকিওতে। দুনিয়ার অ্যাথলেটরা নিজেদের প্রস্তুত করেন স্বপ্নের আসরে দেশের প্রতিনিধিত্ব করার জন্য।
টোকিও অলিম্পিকের আসর বসার কথা ছিল গত বছর। করোনার থাবায় সম্ভব হয়নি। সেই করোনা এই সময়ে এসে যেন আগের চেয়ে শক্তিশালি। ব্রাজিল দলের টিম হোটেলে এক স্টাফের করোনা পজিটিভের খবরে ছড়ায় আতঙ্ক।
এবার নতুন খবরে আবারও আলোচনায় অলিম্পিক। অনুশীলন ক্যাম্প থেকে নিখোঁজ হলেন উগান্ডান অ্যাথলেট হুলিয়াস সেকিতোলেকো। ২০ বছর বয়সী এই অ্যাথলেট একজন ভারোত্তোলক।
পশ্চিম জাপানের ইজুমিসানো সিটি থেকে নিখোঁজ হওয়া অ্যাথলেটকে খুঁজছে পুলিশ। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলছেন, খবর পাওয়ার পর থেকে অভিযান চালাচ্ছেন তারা। কেবল উগান্ডা দল নয়, সবার জন্যই ভীতিকর সংবাদ এটি।