দুই দলের সামনেই ছিল ফুটবলে দ্বিতীয় স্বর্ণপদক জয়ের হাতছানি। প্রায় তিন দশক আগে একমাত্র স্বর্ণ জিতে স্পেন, ব্রাজিলেরটা গেলো অলিম্পিকেই। ব্রাজিলের জন্য বরং ছিল শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন।
জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে টোকিও অলিম্পিকের পুরুষ ফুটবলের ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারায় ব্রাজিল। গলায় ঝোলায় টানা দ্বিতীয় স্বর্ণপদক।
ম্যাচের প্রথমার্ধ্বে এগিয়ে যায় ব্রাজিল। রিচার্লিসন পেনাল্টি মিস না করলে প্রথমার্ধ্বে দুই গোল পেয়ে যেতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এক গোলে এগিয়ে টানেলে যায় টিম সেলেসাও। বিরতির পর স্পেনের পক্ষে ম্যাথিয়ুস কুনার গোল করলে সমতায় ফেরে লা রোজারা। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি।
১-১ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। মেলকনের গোল দ্বিতীয়বার এগিয়ে দেয় ব্রাজিলকে। স্প্যানিশরা চেষ্টা করলেও শোধ দিতে ব্যর্থ হয়। ২-১ এ জিতে দ্বিতীয়বারের মতো সোনার গোলক বাগিয়ে নেয় দানি আলভেসের দল।