অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ

0
অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ

কোভিড শঙ্কায় টস হয়েও খেলা হলো না ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে। শঙ্কা কাটিয়ে মাঠে গড়ালো খেলা, সফরকারী অজিদের হারিয়ে সিরিজে ফিরলো উইন্ডিজরা।

ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অজিদের ৪ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যাঙ্গারুদের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভার ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে স্বাগতিকরা।

ব্রিজটাউনে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরুটা আশানুরূপ হয়নি। মুড়ির মতো ভেঙে পড়ে টপ অর্ডার। মাত্র ৯৬ রানে ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে অজিরা। শেষ দিকে হাল ধরেন ওয়েড, অ্যাগার, জাম্পা। ম্যাথু ওয়েডের ৩৬, অ্যাগারের ৪১ ও অ্যাডাম জাম্পার ৩৬ রানে ভর দিয়ে ১৮৭ রানের সংগ্রহ পায় তারা। আলজারি জোসেফ ও আকিল হোসেন নেন তিনটি করে উইকেট।

অল্প রানের পুঁজি নিয়েও ক্যারিবিয়ানদের চেপে ধরে অস্ট্রেলিয়া। ৭২ রানে ৫ উইকেট হারালে পরাজয়ের ভয় চেপে বসে উইন্ডিজকে। নিকোলাস পুরান ও জেসন হোল্ডারের ব্যাটে চেপে ভয়ের মেঘ সরিয়ে জয়ের সুবাস পায় উইন্ডিজ শিবির।

পুরান ৫৯ ও হোল্ডার করেন ৫২ রান। তিন উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। ৪ উইকেটের এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ।