অস্ট্রেলিয়ার হয়ে আর না খেলার কথা ভাবছেন ওয়ার্নার

0
ওয়ার্নার

নিজেদের কৃতকর্মের জন্য এর আগে ক্ষমা চেয়েছেন স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। এবার ওপেনার ডেভিড ওয়ার্নার কথায়ও অনুশোচনা প্রকাশ পেয়েছে। বল টেম্পারিংয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকায় এতটাই অনুতপ্ত তিনি, অস্ট্রেলিয়ার হয়ে আর না খেলার কথাও নাকি ভাবছেন।আজ শনিবার এক সংবাদ সম্মেলনে ওয়ার্নার ক্ষমা চেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাছে। কান্নাজড়িত কণ্ঠে নিজের পরিবারের কাছেও ক্ষমা চেয়েছেন এই ড্যাশিং ওপেনার।
ওয়ার্নার
কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে জড়িত থাকার দায়ে ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হয়েছেন ওয়ার্নার। তাই নাকি আর খেলতে চান না অস্ট্রেলিয়ার হয়েও। সরাসরি না বললেও এ ব্যাপারে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমার মন বলছে গৌরবের সঙ্গে দেশের হয়ে খেলার আর খুব বেশি আশা নেই। আমি সে হাল ছেড়ে দিয়েছি। হয়তো তা আর কখনো হবে না।’

এই ঘটনায় খুবই অনুতপ্ত পরিবারের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘আমার পরিবারের কাছে, বিশেষ করে আমার স্ত্রী ও মেয়ের কাছে ক্ষমা চাইছি। আমি খুবই দুঃখিত তাদের এমন কঠিন পরিস্থিতির সামনে ফেলার জন্য।’

পরে টুইটারে ওয়ার্নার লিখেছেন, ‘এই মুহূর্তে সিএ একটা প্রক্রিয়ার মধ্যে আছে। আমাকে পরামর্শ দেওয়া হয়েছে এতে সহায়তা করার। আমি সেভাবেই করে যাব।’

গত শনিবার কেপটাউন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় অসি ফিল্ডার ক্যামেরন ব্যানক্রফটকে একটি হলুদ বস্তু দিয়ে বল ঘষতে দেখা যায়। দিনের খেলা শেষে তিনি ও অসি অধিনায়ক স্টিভেন স্মিথ স্বীকার করে নিয়েছেন যে তাঁরা বল টেম্পারিংয়ের চেষ্টা করছিলেন। বিষয়টি টিভি ক্যামেরায়ও ধরা পড়ে।

তাই এক বছরের জন্য নিষিদ্ধ হলেন স্মিথ ও ওয়ার্নার। আর ব্যানক্রফট নিষিদ্ধ হন নয় মাসের জন্য। তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন বলে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে যান এই তিন ক্রিকেটার। তাঁদের জায়গায় দলে ফিরেছেন ম্যাট রেনশ, জো বার্নস ও গ্লেন ম্যাক্সওয়েল।