সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্ব। তবে খেলাগুলো আফগানিস্তানে সম্প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার এবং সাংবাদিক এম ইব্রাহিম মোমন্দ।
তিনি জানান, ‘সম্ভাব্য ইসলাম বিরোধী বিষয়বস্তু। বিশেষ করে মেয়েদের নাচ এবং ইসলামে নিষিদ্ধ নারীদের খোলা চুল ও খোলামেলা পোশাকে উপস্থিতির কারণে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে ইসলামিক আমিরাত অব তালেবান।’
আইপিএলে গত কয়েক মৌসুম ধরে তিনজন আফাগান ক্রিকেটার নিয়মিত খেলে আসছেন, তারা হলো মোহাম্মদ নবী, রশীদ খান এবং মুজিব উর রহমান। এ কারণে আফগানিস্তানের সমর্থকরাও নিয়মিত টুর্নামেন্টটি দেখতো। কিন্তু এবার সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা।














