আগ্নেয়গিরি ম্যারিয়ন সক্রিয় , ৬০ হাজার মানুষ বাড়িঘর ছাড়া

0
ম্যারিয়ন

ফিলিপিন্সের পূর্বাঞ্চলের আগ্নেয়গিরি ম্যারিয়নের জ্বালামুখ দিয়ে লাভা ও উত্তপ্ত ছাই বেরিয়ে আসতে শুরু করায় ওই এলাকার প্রায় ৬০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে। আইএএনএস জানায়, রাজধানী ম্যানিলা থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণপূর্বের অ্যালবাই অঞ্চলে অবস্থিত আগ্নেয়গিরি ম্যারিয়ন ১০ দিন আগে সক্রিয় হয়ে উঠে।
ম্যারিয়ন
বুধবার স্থানীয় সময় ভোর ৬টার দিকে জ্বালামুখ দিয়ে লাল লাভার স্রোত বেরিয়ে আসে। সেই সঙ্গে প্রচণ্ড বেগে গ্যাস ও ছাই বেরিয়ে আকাশে তিন কিলোমিটার উচ্চতায় ব্যাঙছাতার আকারে ছড়িয়ে পড়ে। চার ঘণ্টা পর দ্বিতীয়বার উদ্বগিরণ শুরু হয়।

স্থানীয় কর্তৃপক্ষ আরও শক্তিশালী উদগিরণের আশঙ্কা প্রকাশ করায় আশাপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

অ্যালবাই সিভিল ডিফেন্স কার্যালয়ের তথ্যানুযায়ী, বিপদজনক এলাকায় থাকায় ৬০ হাজার ৮২১ জনকে ৩০টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

তাদেরকে যে কোনো পরিস্থিতিতে বিপদজনক এলাকায় ফিরে না যাওয়ার আহ্বানও জানানো হয়েছে। লাভা জ্বালামুখ থেকে আশেপাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। গত তিন দশকে ম্যারিয়ন আগ্নেগিরি থেকে পাঁচবার লাভ উদগিরণ হয়েছে