আফগানিস্তানে আইএস এর শীর্ষস্থানীয় কমান্ডার সহ ২০ জন নিহত

0
আফগানিস্তান
আফগানিস্তানের পূর্বাঞ্চলের লেগমান প্রদেশে জঙ্গিদের গোপন আস্তানায় সরকারি বাহিনীর হামলায় দুই কমান্ডারসহ ২০ আইএস জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার রাতে এ হামলা চালানো হয়। খবর সিনহুয়া’র।
আফগানিস্তান
সেনাবাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র শিরিন আগা ফাকিরি বার্তা সংস্থাকে বলেন, ‘গোয়েন্দাদের গোপন তথ্যের ভিত্তিতে প্রদেশটির আলিনগর জেলার নুরলাম গ্রামের জঙ্গিদের গোপন আস্তানায় সরকারি সেনারা শুক্রবার রাতে হামলা চালায়। এতে করে মাওলাই তোরাব ও মুসা খান নামের দু’জন আইএস নেতাসহ ২০ জঙ্গি নিহত হয়।’ বিস্তারিত আর কিছু বলতে অস্বীকার করেন মুখপাত্র। তবে আইএস এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয় নি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে