রাজধানী কাবুলে গ্রাম পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী হামলায় অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। এই হামলায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছে।
দেশটির পুলিশের মুখপাত্র হাসমত স্তানিকজই এ কথা জানিয়েছেন।
এইদিকে গ্রাম পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র ফ্রেইদুন আজহান্দ জানান, রবিবার বিকেলে কর্মকর্তা-কর্মচারীরা যখন অফিস শেষে বাড়ি ফিরছিলেন তখন নিরাপত্তা গেটের কাছে হামলা চালানো হয়।
পুলিশের মুখপাত্র হাসমত স্তানিকজই জানান, হতাহতদের মধ্যে বেসামরিক ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।