বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনায় জাজ মাল্টিমিডিয়া একটি বিপ্লবেের নাম। বিতর্ক সঙ্গী থাকলেও বাংলাদেশি চলচ্চিত্রে নতুনত্ব আনে তারা। তাদের হাত ধরে ২০১২ সালে আধুনিকায়ন হয় দেশের অনেক সিনেমা হলের। করোনা মহামারিতে ধস নেমেছে সিনেমা অঙ্গনে। আগে থেকেই মুখ থুবড়ে পড়া চলচ্চিত্র শিল্প আরও অবনতির দিকে ধাবিত হচ্ছে।
এমতাবস্থায়, জাজ মাল্টিমিডিয়া সিদ্ধান্ত নিয়েছে নতুন করে চলচ্চিত্র প্রযোজনা না করার। প্রতিষ্ঠানটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। স্ট্যাটাসের ভাষ্যমতে, নতুন করে জাজ আর প্রযোজনা করবে না। ইতোমধ্যে তিনটি বিগ বাজেটের সিনেমা তৈরি করা আছে।
সিনেমা তৈরি করা থাকলেও করোনার কারণে কবে নাগাদ মুক্তি দিতে পারবে সেটি অনিশ্চিত। তাছাড়া, ৫০টি সিনেমা হল থেকে ২/৩ কোটি টাকা বাজেটের এসব সিনেমার লগ্নি উঠে আসবে না। জাজের টার্গেট এখন ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটির জন্য সিনেমা ও ওয়েব সিরিজ বানাবে তারা।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমার বাজারে প্রবেশ করে জাজ মাল্টিমিডিয়া। পরের প্রায় এক দশকে ৪০টির মতো ছবি উপহার দেয় দর্শকদের। জাজের ছবির বাজেট, পরিচালনা, লোকেশন সবকিছুই উন্নতমানের হওয়ায় দর্শকের আস্থা তৈরি হয় তাদের প্রতি। দেখার বিষয়, ওটিটির কনটেন্ট সেই আস্থা কতটুকু ধরে রাখতে পারে!