আরেকটি ‘অতিমানবীয়’ ডাবল সেঞ্চুরি রোহিতের

0
আরেকটি 'অতিমানবীয়' ডাবল সেঞ্চুরি রোহিতের

আন্তর্জাতিক ওয়ানডেতে তৃতীয় ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। তার অতিমানবীয় ইনিংসের কল্যাণে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৯৩ রানের বড় লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় ভারত। থিসারা পেরেরার ইনিংসের ৫৯তম ওভারের তৃতীয় বলে দুই রানের জন্য প্রান্ত বদল করেন রোহিত শর্মা। গড়েন অনন্য ইতিহাস।

আরেকটি 'অতিমানবীয়' ডাবল সেঞ্চুরি রোহিতের
মোহালিতে সিরিজে টিকে থাকার লক্ষ্যে মাঠে নামে ভারত। রোহিতের হার না মানা ডাবল সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯২ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া।

রোহিত ২০৮ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। তার ১৫৩ বলের ইনিংসে ১২টি চারের সঙ্গে ১৩টি ছক্কার মার ছিল। এছাড়া শিখর ধাওয়ান ৬৮ এবং শ্রেয়াস আয়ার করেন ৮৮ রান।

১১৫তম বলে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। ইনিংসের শেষ ১০ ওভারে তার বিধ্বংসী রূপ দেখেন শ্রীলঙ্কান বোলাররা। প্রথম ৪০ ওভারে ১১৫ বল খেলে ১০০ রান করা রোহিত শেষের ৪৮ বলে করেন ১০৮ রান।

ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির তালিকায় আগেই শীর্ষে ছিলেন রোহিত শর্মা। এবার নিজেকে নিয়ে গেলেন আরো উচ্চতায়। মার্টিন গাপটিল, বীরেন্দর শেবাগ, ক্রিস গেইল ও শচীন টেন্ডুলকারও ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন। তবে কোনো ব্যাটসম্যানই একের অধিক ডাবল সেঞ্চুরি করতে পারেননি। যেখানে রোহিতের ডাবল সেঞ্চুরি তিনটি!

বয়স মাত্র ৩০। এই বয়সেই ভারতের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির মালিক বনেন রোহিত (১৬)। পেছনে পড়ে যান বীরেন্দর শেবাগ (১৫টি)। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সেঞ্চুরির দিক দিয়ে শচীন (৪৯), বিরাট কোহলি (৩২) এবং সৌরভ গাঙ্গুলি (২২) রোহিতের ওপরে রয়েছেন।

২০১৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন রোহিত; খেলেন ১৫৮ বলে ২০৯ রানের ইনিংস। এক বছর পর কলকাতার ইডেন গার্ডেন্সে ১৭৩ বলে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস খেলেন ভারতের মারকুটে ওপেনার।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে