এবার থেকে ইউরোপের কিশোর-কিশোরীদের মডার্নার তৈরি কোভিডের টিকা নিতে পারবে । ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীর শরীরে ব্যবহারের জন্য টিকাটির অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি।
এনিয়ে ফাইজারের পর দ্বিতীয় টিকা হিসেবে ১৮ বছরের নিচের বয়সীদের ব্যবহারের জন্য ইউরোপীয় ইউনিয়নের মেডিসিন কর্তৃপক্ষের অনুমোদন পেল মডার্না। গত মে মাসে শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদন দিয়েছিল কর্তৃপক্ষ।
ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার দুই ডোজের ভ্যাকসিনের ব্যবহারের জন্য চার সপ্তাহের ব্যবধানে রাখা যাবে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসের শুরুতে মডার্নার তৈরি ভ্যাকসিন জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেয়েছিল। মর্ডানার দাবি মোতাবেক ভ্যাকসিনটি করোনাভাইরাসের বিরুদ্ধে মানবদেহে ৯৪ দশমিক ১০ ভাগ প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলতে সক্ষম।