ইন্দোনেশিয়ায় রোবট সার্জন রফতানি করবে ইরান

0
ইন্দোনেশিয়ায় রোবট সার্জন রফতানি করবে ইরান

নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোবটিক সার্জন ইন্দোনেশিয়ায় রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রফতানি বিষয়ে জাকার্তার সঙ্গে তেহরানের একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।

ইরানের তেহরানের স্বাক্ষরিত ওই চুক্তিতে ইরানের পক্ষে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইরানের ভাইস প্রেসিডেন্ট সুরেনা সাত্তারি এবং ইন্দোনেশিয়ার উপস্বাস্থ্য মন্ত্রী আব্দুল কাদির।

সম্প্রতি ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগীতা বাড়ানোর উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার মন্ত্রী একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন। এর অংশ হিসেবে তাঁরা রোবটিক সার্জন আমদানির ব্যাপারে ইরানের সঙ্গে চুক্তি করে৷ ‘সিনা’ নামক এই রোবট সার্জন রফতানি নিয়ে ইরানের সিনা রোবটিক কোম্পানি এবং ইন্দোনেশিয়ার ইন্দো ফার্মার মধ্যে চুক্তিটি পাকাপোক্ত হয়। চুক্তির আওতায় দেশটিতে রোবটিক সার্জারির জন্য দুটি কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান।

উল্লেখ্য, ইরান সর্বপ্রথম রোবটিক সার্জন উন্মোচন করে ২০১৫ সালের জুন মাসে। যারা সফলতার সঙ্গে রোবটিক টেলিসার্জারি ব্যবহার করছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পর ইরান হচ্ছে বিশ্বের দ্বিতীয় দেশ।