ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
অবশ্য, এখনো পর্যন্ত হাসপাতালটির করোনা ওয়ার্ডে আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে, হাসপাতালে থাকা একটি অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ওয়ার্ডে আগুন ছড়িয়ে যায়।
আগুনে পুড়ে যাওয়া মানুষের মরদেহগুলো ভবনের ভেতর থেকে বাইরে বের করার আনার বিবরণ বিভিন্ন গণমাধ্যম থেকে তাদের প্রতিবেদনে প্রকাশ করতে দেখা গেছে। এখনো হাসপাতাল ভেতরে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হাসপাতালের প্রায় ৭০ শয্যার করোনা ওয়ার্ডের ভেতরে এখনো বহু লোক আটকে থাকতে পারেন বলে কর্তৃপক্ষ কর্তৃক ধারণা করা হচ্ছে।