ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্ট হিসেবে রাইসির দায়িত্ব নিয়ে একটি ডিক্রি জারি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি। ডিক্রিতে জানানো হয়েছে, তিনি ইরানের প্রেসিডেন্ট পদে জনগণের পছন্দের ভিত্তিতে জ্ঞানী, অদম্য, অভিজ্ঞ ও জনপ্রিয় ইব্রাহিম রাইসিকে দায়িত্ব দিয়েছেন।
ডিক্রি কার্যকরের মাধ্যমে অতিরক্ষণশীল রাইসি মধ্যপন্থী হাসান রুহানির স্থানে স্থলাভিষিক্ত হলেন।
এর মাধ্যমে নতুন প্রেসিডেন্ট রাইসির কাঁধে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের করা ঐতিহাসিক পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার দায়িত্ব এসে পড়ল। এ ছাড়া তাঁকে মোকাবেলা করতে হবে ইরানের গভীর অর্থনৈতিক সংকট ও পানির দাবিতে চলমান আন্দোলন।
অভিষেকের ভাষণে রাইসি জানান, ইরানের নতুন সরকার যুক্তরাষ্ট্রের নিপীড়নমূলক নিষেধাজ্ঞার প্রত্যাহার চাইবে। তবে কোনো ভিন্ন দেশের ইচ্ছামোতাবেক ইরান চলবে না। এমনকি তাদের কথায় ইরানিদের জীবনযাত্রায় কোনো বদল আনবে না তাঁর সরকার।
ডিক্রি জারির পর আজ বৃহস্পতিবার পার্লামেন্টে শপথ নেবেন রাইসি।