এবার কঠোর নিরাপত্তা অজিদের জন্য

0
এবার কঠোর নিরাপত্তা অজিদের জন্য

ক্রিকেট অস্ট্রেলিয়াকে খুশি করতে বিসিবির মহা আয়োজনের শেষ নেই। এবার আরও একটি উদ্যোগ নিলো প্রশাসন। জোরদার করা হচ্ছে নিরাপত্তা। সাধারণের চলাচল হবে সীমিত ও নিয়ন্ত্রিত।

মিরপুরের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন বলেন, অস্ট্রেলিয়া মাঠে প্রবেশ করলে স্টেডিয়াম এরিয়ায় জনসাধারণ চলাচল থাকবে সীমিত। রাস্তায় থাকবে না কোনো যানবাহন। দেখভালের জন্য সাদা পোশাকে থাকবে নিরাপত্তা বাহিনী।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিয়ে এমন অতিরঞ্জনের পরও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলছেন, এসবকে অতিরঞ্জিত করে দেখবেন না!

পরিস্থিতি যেমনই হোক, অজিরা যেনো মামার বাড়ির আবদার সাজিয়ে বসেছে। বিসিবিও সেসব পালন করছে অক্ষরে অক্ষরে। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩ আগস্ট মাঠে নামবে দুই দল।