আফগানিস্তানে ক্ষমতাসীন আশরাফ গনি সরকার তালেবানের ক্রমশ অভিযানে পতনের মুখে। সরকারের কাছ থেকে একের পর এক প্রাদেশিক রাজধানী ও গুরুত্বপূর্ণ বড় শহর দখল করে নিচ্ছে তালেবান গোষ্ঠী। এরই মধ্যে তালেবান নিশ্চিত করেছে বহু প্রাদেশিক রাজধানী ছাড়াও কান্দাহারের মতো বড় শহরে ক্ষমতা।
শেষ খবর পাওয়া পর্যন্ত কাবুল থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে তালেবানের সৈন্যরা। এমন অবস্থায় আমেরিকা সহ অন্যান্য দেশের নাগরিকদের সরিয়ে নিতে দ্রুত কাজ করছে সংশ্লিষ্ট দেশের সরকাররা। এমন অবস্থায় ভারতের বিরুদ্ধে হুশিয়ারি দিলো তালেবান। তারা জানাচ্ছে যদি ভারত আফগানিস্তানে সৈন্য পাঠানো নিয়ে চিন্তা করে তাহলে পরিণাম ভালো হবে না।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতকে নিয়ে এমন মন্তব্য করলেন তালেবানের মুখপাত্র মুহাম্মদ সোহেল শাহীন।
এএনআইকে দেওয়া সাক্ষাৎাকারে সোহেল শাহিন বলেন, ‘যদি ভারত আফগানিস্তানের সরকারকে সাহায্যে সৈন্য পাঠানোর কথা ভাবে তাহলে তা তাদের জন্য ভালো হবে না। আগে যারা সামরিক শক্তি নিয়ে দেশ দখলে এসেছে, তাদের ভবিষ্যৎ দেখে ফেলেছে ভারত। তো এটা তাদের জন্য খোলা বই।
এদিকে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে তালেবানের বৈঠকের গুঞ্জন উঠলেও এ ব্যাপারে কিছু বলতে চাননি তালেবানের মুখপাত্র।
তালেবানের মুখপাত্র মহম্মদ সোহেল শাহীন জানান, ‘আফগান মাটি ব্যবহার করে কেউ দেশের বিরুদ্ধে কাজ করতে পারবে না, এটাই আমাদের স্পষ্ট নীতি। পাশাপাশি কেউ আমাদের মাটিও ব্যবহার করতে পারবে না অন্য কোনও দেশের বিরুদ্ধেও কাজ করতে। ’
এদিকে পাকিস্তানের কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তালেবানের সম্পর্ক রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তালেবান মুখপাত্র জানান, ‘এগুলো ভিত্তিহীন কথা। পাকিস্তান কিংবা অন্য দেশের কোনো গোষ্ঠীর সঙ্গে এর কোনও সংশ্লিষ্টতা নেই।এগুলো আমাদের বিরুদ্ধে ছড়ানো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার। ’
দূতাবাসের উৎকন্ঠা নিয়ে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনও দূতাবাস বা রাষ্ট্রদূতের ক্ষতি করা হবে না। ’