এরিকসেন ও সেই প্যারামেডিকদের ফাইনালে আমন্ত্রণ জানালো উয়েফা

0
এরিকসেন ও সেই প্যারামেডিকদের ফাইনালে আমন্ত্রণ জানালো উয়েফা

উয়েফা ইউরোর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত একটায়। ওয়েম্বলির এ ম্যাচটি ভিআইপি বক্সে বসে উপভোগ করতে ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন ও ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচের প্যারামেডিকদের আমন্ত্রণ জানিয়েছে ইউরোপ ফুটবলের নিয়ন্ত্রক উয়েফা।

ড্যানিশ মিডফিল্ডার এরিকসেনের টুর্নামেন্টের প্রথম ম্যাচ চলাকালীন মাঠেই কার্ডিয়াক অ্যাটাক হয়। ঘরের মাঠে হতবাক হয়ে যান ডেনিশ ভক্তরা এবং পৃথিবীজুড়ে টিভি দর্শকরাও। এরপর জ্ঞান হারানো এরিকসেনকে তৎক্ষনাৎ প্রাথমিক চিকিৎসা দেন মাঠে থাকা প্যারামেডিকরা, যেটা না করলে হয়তো তার জীবন বাচানোই কঠিন হয়ে পড়তো।

উয়েফা জানিয়েছে, এরিকসেন, তার স্ত্রী এবং ছয়জন প্যারামেডিককে ফাইনালে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি যে অংশ নেবেন সে নিশ্চয়তা অবশ্য পাওয়া যায়নি।
প্যারামেডিকদের একজন, পেডার এর্সগার্ড বলেন, “উয়েফা বস আলেকজান্দার সেফেরিনের কাছ থেকে ভিআইপি আমন্ত্রণ পেয়ে আমি ও আমার সহকর্মীরা সম্মানিত বোধ করছি।”

২৯ বছর বয়সী এরিকসেন ফিনল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে পার্কেন স্টেডিয়ামের মাঠে অজ্ঞান হয়ে পড়েন, শঙ্কার কালো মেঘে ছেয়ে যায় পুরো ফুটবল দুনিয়া। তৎক্ষণাৎ তাকে সিপিআর দেয়া হয় এবং এরপর ডিফিব্রিলিটর দিয়ে তার শ্বাসপ্রশাস পুনরায় চালু করা হয়। পুরো কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করেছিলেন প্যারামেডিকরা এবং এরিকসেনের সতীর্থরা।
হাসপাতালে চিকিৎসা শেষে তিনি এখন বাড়িতে সুস্থ হয়ে উঠছেন।

এরিকসেন দুর্দশার কারণে প্রাথমিকভাবে মানসিক আঘাতপ্রাপ্ত ড্যানিশরা প্রথম দুইম্যাচই হেরে যায়। তবে এরপরই ঘুরে দাড়িয়ে অনুপ্রাণিত ডেনমার্ক সেমিফাইনালে জায়গা করে নেয়, ইংল্যান্ডের বিপক্ষে।