“এলোমেলো তাসকিন নিজেকে এভাবে গুছিয়ে নিতে পারলে অন্য পেসাররা কেন নয়?”

0
এলোমেলো তাসকিন নিজেকে এভাবে গুছিয়ে নিতে পারলে অন্য পেসাররা কেন নয়?

আরিফুল ইসলাম রনি

ভুলে যান, ব্যাটসম্যানের নাম রেজিস চাকাভা। তার শটের টেকনিক্যাল দুর্বলতাও একটু পাশে সরিয়ে রাখি…

তাসকিন আহমেদ দুর্দান্ত যে ইনডিপারটি করলেন… এই সিম পজিশন, এই শেপ, নিখুঁত লেংথ (ব্যাটসম্যান বুঝতে পারেননি সামনে যাবেন নাকি কতটুকু যাবেন), এতটা গতিতে ভেতরে ঢোকা, ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্প উপড়ে দেওয়া… স্রেফ এটুকুই চোখের শান্তি…

শুধু ওই বলই নয়, তার গোটা স্পেলই ছিল দুর্দান্ত। তার পরিশ্রম, তার পথে ফেরা, নিবেদন আর বদলে যাওয়া মানসিকতার আরেকটি প্রমাণ আজকের বোলিং…

কত উইকেট পেয়েছেন, সেটা ভাবছি না। বাংলাদেশের একজন পেসার, টেস্টের পঞ্চম দিনে, ৫০ ওভার পুরনো বলে এরকম বোলিং করছেন… এটা অনেক বড় শান্তি…

প্রথম ইনিংসেও দুর্দান্ত বোলিং করেছিলেন। উইকেট ধরা দেয়নি বেশি, কিন্তু তার বোলিং আর প্রচেষ্টায় খামতি ছিল কমই… তার আগে, শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত বোলিংয়র স্মৃতিও তরতাজা এখনও…

এলোমেলো তাসকিন নিজেকে এভাবে গুছিয়ে নিতে পারলে অন্য পেসাররা কেন নয়? জেগে উঠুন ভাইয়েরা আমার… 

লেখকের ফেসবুক থেকে