ওয়ানডে খেলতে দুইদিন আগেই যাচ্ছেন মাশরাফিরা

0

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন এমনিতেই ভীষণ ব্যস্ত। কাল তাঁর ব্যস্ততা যেন বেড়ে গেছে আরো বেশি। নতুন করে হোটেল রুম বুকিং করতে হচ্ছে যে ওয়ানডে স্কোয়াডে যোগ হওয়া বাংলাদেশের ক্রিকেটারদের জন্য!
ওয়ানডে খেলতে দুইদিন আগেই যাচ্ছেন মাশরাফিরা
দক্ষিণ আফ্রিকায় সফরের ম্যানেজার বাংলাদেশের প্রধান নির্বাচকও বটে। ওয়ানডে স্কোয়াড তৈরি করে সেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাঠিয়ে দিয়েছেন আরো দু-এক দিন আগে। কিন্তু বিসিবি এখনো তা ঘোষণা করেনি আনুষ্ঠানিকভাবে।

আগের সূচি অনুযায়ী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, অলরাউন্ডার সাকিব আল হাসানসহ অন্যদের দেশ ছাড়ার কথা ৯ অক্টোবর। ১০ অক্টোবর দলের সঙ্গে ব্লুমফন্টেইনে যোগ দেওয়ার কথা তাঁদের। কিন্তু সেই যাত্রা দুই দিন এগিয়ে আনা হয়েছে বলে কাল জানান মিনহাজুল, ‘ওরা ৭ তারিখ রওনা দেবে; ৮ তারিখ এসে যোগ দেবে দলের সঙ্গে। এই যে দুদিন আগে আসছে, সে কারণে হোটেলের রুম বুকিং করতে হবে আজ। ’ মাশরাফি-সাকিবদের আগমন দুই দিন এগিয়ে আনার কারণও জানান তিনি, ‘১০ তারিখ এসে ১২ তারিখের অনুশীলন ম্যাচ খেলা ওদের জন্য বেশ কঠিন। এখানকার উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দু-এক দিন সময় দরকার।

আবার আমরা চাইছি না ওরা প্রস্তুতি ম্যাচ না খেলে সরাসরি ওয়ানডে সিরিজে নেমে যাক। সে কারণেই ওরা দুদিন আগে আসছে। ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে তাই ন্যূনতম ফাঁকও রাখছে না বাংলাদেশ।

১২ অক্টোবর ক্রিকেট সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে এক দিনের প্রস্তুতি ম্যাচ মাশরাফিদের। আর ১৫ অক্টোবর কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ওয়ানডে ১৮ ও ২২ অক্টোবর।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে