২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ দলের ওয়ানডে কাপ্তান জানিয়েছেন ২০২৩ বিশ্বকাপের শিরোপা জিততে চান। সেই লক্ষ্যেই খেলতে যাবে টাইগাররা।
ঠিক থাকলে ভারতে অনুষ্ঠিত হবে ২০২৩ বিশ্বকাপ। বাংলাদেশ ও ভারতের পরিবেশ বা আবহাওয়া অনেকটা একইরকম। দেশটির উইকেট, কন্ডিশন প্রভৃতি তামিমদের কাছে অচেনা নয়। এটিই বিশ্বকাপের দৌড়ে এগিয়ে থাকার তামিমদের বড় কারণ।
সম্প্রতি ফ্রেশ এর ফেসবুক লাইভে আলাপকালে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় ২০২৩ বিশ্বকাপে আমাদের খুব ভালো একটা সুযোগ আছে। আমি ওয়ানডে খেলতে অনেক পছন্দ করি। টেস্ট ও টি-২০র সঙ্গে তুলনা করলে দেখবেন আমরা ওয়ানডেতে অনেক ভালো দল। সাধারণত বাংলাদেশে দর্শক, মিডিয়া, খেলোয়াড় সবারই প্রিয় ফরম্যাট ওয়ানডে। যেকোনো বাংলাদেশির কাছেই এটা প্রিয় ফরম্যাট। আমরা এটাতেই বেশি ভালো করি।’
ওয়ানডে ফরম্যাটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বশেষ আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। সেই দলের ক্রিকেটাররা এখন জাতীয় দলের পথে আছেন। তামিমের কণ্ঠে তাই ভালো করার প্রত্যাশার সুর। এ বিষয়ে তামিম বলেন, ‘ওয়ানডে দলটা যেভাবে গড়ে উঠছে, আমাদের অবশ্যই ভালো একটা সুযোগ আছে। প্রত্যেক বিশ্বকাপে আমরা এখন পর্যন্ত ভালো খেলার জন্য গিয়েছি। তবে ২০২৩ বিশ্বকাপ ইনশাআল্লাহ জয়ের জন্য যাব।’