কঙ্গনার মতে মোদি না থাকলে ভারতও হবে আফগানদের মতো

0

আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবানরা। তা নিয়ে উত্তুঙ্গ বিশ্ব রাজনীতি। এই ইস্যুতে নিজের মত প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। বিতর্কিত এই নায়িকার দাবি, নরেন্দ্র মোদি না থাকলে ভারতের অবস্থাও হবে আফগানিস্তানের মতো!

ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট ও স্টোরিতে আফগানিস্তানের ঘটনা নিয়ে একাধিক পোস্ট শেয়ার করেন কঙ্গনা। প্রাণে বাঁচতে বিমানে উঠতে চেষ্টা করছে অসংখ্য আফগান, এমন একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেন, এটি দেখুন। মনে রাখবেন তালেবানদের পুষ্ট করে পাকিস্তান আর আমেরিকা এদের অস্ত্র দিচ্ছে। তালেবানরা এখন আপনার অনেক কাছাকাছি। আসন্ন দিনে মোদি না থাকলে আপনিও তাদের জায়গায় থাকতে পারেন।

শুধু ছবি নয়। ভিডিয়ো-ও শেয়ার করেন কঙ্গনা। আফগানিস্তানে চলন্ত বিমান থেকে মানুষ পড়ে যাচ্ছে, তেমন একটি ভিডিয়ো দিয়ে তিনি লিখেন, জীবন যখন খারাপ হয় মৃত্যুর চেয়েও। অপর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাষ্ট্রপতি ভবন দখল করেছে তালেবান। সেটির ক্যাপশনে কঙ্গনা উল্লেখ করেন, আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবনের ছবি থেকে আন্দাজ করতে পারি যে ইসলামিক যাযাবররা বহু বছর আগে কিভাবে সমৃদ্ধশালী দেশ ভারত মাতাকে দখল করেছিল।

কঙ্গনা রানৌত অভিনয়ে সবার মন জয় করলেও কথাবার্তায় বরাবরাই বেপরোয়া ও খোলামেলা। ফলে, তার শুভাকাঙ্ক্ষীর চেয়ে নিন্দুকের সংখ্যাই বেশি।