কাবুলের মিলিটারি একাডেমিতে জঙ্গিদের সঙ্গে কয়েক ঘণ্টার সংঘর্ষের পর অবশেষে অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে আফগান নিরাপত্তা বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত হামলায় অন্তত ১১ জন সেনা সদস্য নিহত এবং ১৬ জন আহত হওয়ার কথা জানানো হয়েছে। একই পাঁচ হামলাকারীর মধ্যে চারজন নিহত হয়েছে ও একজনকে গ্রেফতারকরা হয়েছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামলায় অন্তত ১১ জন সেনা সদস্য নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। পাঁচ হামলাকারীর মধ্যে চারজন নিহত হয়েছে।
স্থানীয় সময় সোমবার ভোর পাঁচটার দিকে হামলার শিকার হয় মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি নামের ওই একাডেমি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রথমে টানা একঘণ্টা বিস্ফোরণের শব্দের পর বেশ কিছুক্ষণ ধরে স্বল্প বিরতি দিয়ে ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।
অভিযান সমাপ্তির ঘোষণা দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দওলত ওয়াইজিরি জানান, মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির সংঘর্ষ শেষ হয়েছে হামলাকারীদের দমন করার পর। রকেটচালিত গ্রেনেড ও অটোমেটিক রাইফেল নিয়ে পাঁচ হামলা চালিয়েছিল পাঁচজন। দুই হামলাকারী আত্মঘাতী হয়ে এবং দুজন সেনাদের গুলিতে নিহত হয়। পঞ্চম হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।
মুখপাত্র জানান, চারটি একে-৪৭ রাইফেল, একটি সুইসাইড ভেস্ট ও একটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে।
প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, কোনও হামলাকারী প্রথম ফটক অতিক্রম করে ভেতরে প্রবেশ করতে পারেনি।
১০৫ একর আয়তনের এই মিলিটারি অ্যাকাডেমির বাইরে গত বছরের ২১ অক্টোবর চালানো এক হামলায় ১৫জন নিহত হয়। তালেবান সেই হামলার দায় স্বীকার করেছিল। জঙ্গিবাদী কার্যক্রম পর্যবেক্ষণকারী মুনাফাভিত্তিক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স-এ বলা হয়েছে, আমাক নিউজ এজেন্সির মাধ্যমে মিলিটারি অ্যাকাডেমিতে হামলার দায় স্বীকার করেছে আইএস।
গত সপ্তাহে একটি বিলাসবহুল হোটেলে হামলায় বিদেশিসহ অন্তত ২২ জন নিহত হওয়ার পর কাবুল জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়। ওই সতর্কতার মধ্যেই গত শনিবার শহরের সিটি সেন্টারের কাছে শক্তিশালী গাড়ি বোমা হামলা চালায় তালেবান গোষ্ঠী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্সে করে চালানো ওই হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১০৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১৯১ জন। এবার লক্ষ্যবস্তু হলো সিটি সেন্টারের পশ্চিম পাশে অবস্থিত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণকেন্দ্র মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি।