রাশিয়া বিশ্বকাপ অন্তিমলগ্নে এসে পৌঁছেছে। আর মাত্র তিন ম্যাচ পরই সব হিসাব-নিকাশ চুকে যাবে। কার ঘরে উঠছে সোনালী ট্রফি, কে পাচ্ছেন গোল্ডেন বল, কে বগলদাবা করছেন গোল্ডেন বুট-এর পরই জানা যাবে সব। আপাতত জেনে নেয়া যাক কারা আছেন সোনার জুতার লড়াইয়ে-
১.হ্যারি কেন: বিশ্বকাপেও ক্লাব ফুটবলের পারফরম্যান্সটা অনূদিত করছেন এ ফরোয়ার্ড। দীর্ঘ ২৮ বছর পর তার কাঁধে চড়েই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেছেন তিনি, গোলসংখ্যা-৬। স্বভাবতই গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন থ্রি-লায়নস গোলমেশিন। সামনে নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে তার।
২. রোমেলু লুকাকু: আগুনে ফর্মে আছেন লুকাকু। নিজে যেমন গোল করছেন, তেমন সতীর্থদের দিয়ে করাচ্ছেন। একরকম তার ডানায় ভর করেই সেমির টিকিট পেয়েছে বেলজিয়াম। ৪ ম্যাচ খেলে লুকাকুর গোল ৪ টি। গোল্ডেন বুট জেতার দৌড়ে হ্যারি কেনের পরে রয়েছে তিনি। সামনে ইংল্যান্ড গোলমেশিনকে ধরে ফেলার সম্ভাবনা থাকছে তার।
৩.ডেনিশ চেরিশেভ: রাশান এ ফরোয়ার্ড এবারের বিশ্বকাপের রূপকথার গল্প রচনা করেছেন। প্রতিভাবান হলেও এতদিন আড়ালেই ছিলেন তিনি। এবার যেন বের হয়েছিলেন পর্দা ফুড়েঁ। ৪ ম্যাচে এক গোন্ডা গোল তারও। তবে দুর্ভাগ্যবশত টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে রাশিয়া হেরে যাওয়ায় সেই দৌড় থেকে ছিটকে গেছেন রিয়াল বেটিস গোলমেশিন।
৪. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: রাজদর্পে বিশ্বকাপটা শুরু করেছিলেন তিনি। প্রথম দুই ম্যাচেই করে ফেলেছিলেন ৪ গোল। তবে এর পর সিআর সেভেনকে আর খুজেঁ পাওয়া যায়নি। তার দল পর্তুগালও দ্বিতীয় পর্বের গণ্ডি অতিক্রম করতে পারেনি। ফলে সোনার জুতার লড়াই থেকে ছিটকে গেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
৫. আঁতোয়া গ্রিজম্যান: ফ্রান্স এর এই ফরোয়ার্ড গেল দুই বছর ধরে ধারাবাহিক ফর্মে আছেন। রাশিয়া বিশ্বকাপেও সেই ফর্মে আছেন তিনি। তবে গোলটা নিয়মিত পাচ্ছেন না। ৫ ম্যাচে তার গোলসংখ্যা ৩। হ্যারি কেনকে স্পর্শ করতে অতিমানবীয় কিছু করে দেখাতে হবে তাকে। তবে তা অসম্ভব কিছু বলে উড়িয়ে দেয়া যাচ্ছে না।