কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিকদের শুভ সূচনা

0
কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিকদের শুভ সূচনা

কিরগিস্তানের রাজধানী বিশকেকে বৃহস্পতিবার শুরু হয়েছে ত্রিদেশীয় আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। স্বাগতিক কিরগিজস্তান, বাংলাদেশ ও ফিলিস্তিন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ফিলিস্তিনকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে স্বাগতিক দেশ। ২৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন আজিম আজরভ।

আগামী রবিবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ফিলিস্তিন। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ৭ সেপ্টেম্বর কিরগিজস্তানের বিপক্ষে। এদিকে ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে বাংলাদেশ ৯ সেপ্টেম্বর একটি প্রীতি ম্যাচ খেলবে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। মূলত আগামী মাসে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবেই এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।

এরপর আছে অনূর্ধ্ব-২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। দলের তরুণদের পরখ করার অংশ হিসেবেই বাংলাদেশ কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচটি খেলবে।