রেকর্ড ২০০ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)তে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান স্টার নেইমার জুনিয়র। তার শুন্যস্থান পুরনের জোর চেষ্টা চালাচ্ছে বার্সা কতৃপক্ষ। এইজন্য লিভারপুলের ফিলিপ কৌটিনহোকে দলে আনার চেষ্টা করা হচ্ছে। ডেইলি মেইলের দেয়া তথ্য মতে বার্সার সাথে ৫ বছরের চুক্তিতে সমত্তি দিয়েছে কৌটিনহো।
এছাড়াও গুঞ্জন উঠেছে আর্জেন্টিনা ও ইয়ুভেন্তুস স্টার পাওলো দিবালাও বার্সায় আসছেন। আন্দ্রে গোমেজ অথবা রাফিনার মধ্যে যে কোন একজন এবং সাথে ৮০ মিলিয়ন ইউরোতে সম্পন্ন হতে পারে ট্রান্সফারটি।
এছাড়াও বার্সা চোখ রেখেছে বুরুশিয়া ডর্টমুন্ডের ২০ বছর বয়সী ডেম্বেলের প্রতিও। এক্সপ্রেসের দেয়া তথ্য মতে বার্সেলোনা ৭২ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে ডেম্বেলের জন্য। দেখার বিষয় হচ্ছে ডর্টমুন্ড ডেম্বেলেকে ছাড়বে কিনা?
এছাড়াও স্প্যানিশ মিডিয়ার গুঞ্জন আর্জেন্টিনার এঞ্জেল ডি মারিয়া এবং এটলেটিকো মাদ্রিদের এন্টেনিও গ্রীজম্যানকেও দলে টানতে পারে বার্সেলোনা।
সময়ই বলে দিবে কে হচ্ছে নেইমারের রিপ্লেসমেন্ট এবং কে নেতৃত্ব দিবে বার্সার মাঝমাঠের।
লেখা: সাব্বির আকিব