কোহলীর আর একটি রেকর্ড, ৯০০০ রানের মাইলফলক স্পর্শ

0
কোহলীর আর একটি রেকর্ড

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আরেকটি মাইলফলক স্পর্শ করলেন । ওয়ানডে ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এই রান করতে তিনি ১৯৪ ইনিংস খেলেছেন। কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি এত কম ইনিংসে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন।

কোহলীর আর একটি রেকর্ড

কানপুরের গ্রীন পার্কে আজ অনুষ্ঠিত হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচ খেলতে নামার আগে ওয়ানডেতে বিরাট কোহলির রান ছিল ৮৯১৭। অর্থাৎ, ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করতে বিরাট কোহলির প্রয়োজন ছিল ৮৩ রান। কিন্তু এই ম্যাচে সেঞ্চুরি করেছেন কোহলি। ওয়ানডেতে এটি তার ৩২তম সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০ রান করে অপরাজিত আছেন বিরাট কোহলি।

এর আগে এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের। ৯০০০ রান করতে তার লেগেছিল ২০৫ ইনিংস। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ৯০০০ রান পূর্ণ করতে ২২৮ ইনিংস খেলেছিলেন তিনি। শচীন টেন্ডুলকার ওয়ানডেতে ৯০০০ রান করেছিলেন ২৩৫তম ইনিংসে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে