ক্যান্সার আক্রান্ত মহেশ মাঞ্জরেকার

0
ক্যান্সার আক্রান্ত মহেশ মাঞ্জরেকার

প্রখ্যাত ভারতীয় অভিনেতা মহেশ মাঞ্জরেকার। ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। মূত্রথলিতে ক্যান্সার ধরা পড়েছে তার। সম্প্রতি অস্ত্রোপচার করা হয়েছে মহেশ জানালেন, আগের তুলনায় ভালো আছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দ্রুত সুস্থ হয়ে উঠছেন মহেশ।

মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরেছেন ৬৩ বছর বয়সী এই অভিনেতা৷ তাকে মানতে হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নানান নিয়মকানুন। অসুস্থতার মধ্যেও ব্যস্ততা থেমে নেই। নিজের দেখভালের পাশাপাশি হাতে থাকা কাজগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছেন মহেশ।

মহেশ মাঞ্জরেকারকে সর্বশেষ শেষ দেখা যায় ডিজনি প্লাস হটস্টারের সিরিজ ‘১৯৬২: দ্য ওয়ার ইন দ্য হিলস’-এ। সিরিজটি দিয়ে গত বছর প্রথমবারের মতো ওয়েব দুনিয়ায় আত্মপ্রকাশ করেন সালমান খানের ওয়ান্টেড সিনেমার দূর্নীতিবাজ পুলিশ হিসেবে বাংলার দর্শকের মনে থাকা বর্ষীয়ান এই অভিনেতা।

সামনে মহেশকে দেখা যাবে সালমান খানেরই একটি ছবিতে। ছবির নাম ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। এছাড়া বছরের শেষদিকপ মহেশ আসছেন ছোট পর্দায়। ‘বিগ বস মারাঠি’র তৃতীয় সিজনের সঞ্চালক হিসেবে। প্রথম দুই সিজনের সঞ্চালনার দায়িত্বেও তিনিই ছিলেন।