ক্যারিয়ারে প্রথম সরাসরি সেট হেরে উইম্বলডন থেকে ছিটকে গেলেন ফেদেরার

0
ক্যারিয়ারে প্রথম সরাসরি সেট হেরে উইম্বলডন থেকে ছিটকে গেলেন ফেদেরার

অল ইংল্যান্ড টেনিস ক্লাবের ২০২১ উইম্বলডন চ্যাম্পিয়নশিপের নবম দিনে, পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের হুবার্ট হুরক্যাজের বিপক্ষে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন রজার ফেদেরার।

২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার আগামী মাসে ৪০ তম জন্মদিন পালন করবেন। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খেলো যাওয়া ফেদেরার এই ম্যাচেই গড়েন সবচেয়ে বেশি বয়সে উইম্বলডন কোয়ার্টারে খেলার রেকর্ড। তবে সবাইকে হতাশ করে তিনি ২৪ বছর বয়সী হুরক্যাজের কাছে ৬-৩, ৭-৬(৭/৪), ৬-০ হেরে যান।

আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ানের ১১৯ ম্যাচে এটি মাত্র ১৪ তম পরাজয় এবং ২০০২ সালে মারিও আনিকের পর এই প্রথম তিনি কোন সরাসরি সেটে ম্যাচ হারলেন।
উইম্বলডনেও এই প্রথম তিনি ৬-০ ব্যবধানে কোন সেট হেরেছেন।

ম্যাচশেষে হুরক্যাজ বলেন, “তিনি এখানে অনেক রেকর্ড করেছেন। তার সাথে খেলতে পারাটাই বিশেষ কিছু, জয় পাওয়া তো স্বপ্ন সত্যি হওয়ার মতো।”

দ্বিতীয় পোলিশ হিসেবে উইম্বলডন সেমিফাইনালে ওঠা বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৮ তম হুরক্যাজ এই উইম্বলডনের আগে কোন গ্র্যান্ডস্ল্যামের তৃতীয় রাউন্ডই পার হননি।

গতবছর হাটুর অস্ত্রপচারের পর কোর্টে ফেরা ফেদেরার পুরো টূর্নামেন্ট জুড়েই ছিলেন আগের তুলনায় বেশ নিষ্প্রভ। সম্ভবত এই ম্যাচের মধ্য দিয়েই সুইস কিংবদন্তির অল ইংল্যান্ড ক্লাব টূর্নামেন্ট ক্যারিয়ারের পর্দা নামলো।