সাম্প্রতিক সময়ে মদ-ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন কয়েকজন নারী। তাদের পরিচয় দেওয়া হচ্ছে মডেল বা অভিনয়শিল্পী হিসেবে। অথচ ঘটনার আগে এদেরকে মানুষ চিনতো না বললেই চলে। এহেন পরিস্থিতিতে শোবিজ তারকারা পড়েছেন বিব্রতকর অবস্থায়।
এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলা গানের যুবরাজ সঙ্গীত শিল্পী আসিফ আকবর। সকালে (বৃহস্পতিবার) ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ লিখেন, ‘আমরা যারা শোবিজে কাজ করি, কারও হিসাবে তারা সবাই দোজখে আগুন ধরানোর এক নম্বর লাকরি। সিনেমা, নাটক, গানসহ সমস্ত শৈল্পিক চর্চাকে আজকাল ঘৃণার চোখে দেখা হয়। আমি গান গেয়েছি পাপ করেছি।’
আসিফের মতে, আপনাদের কেউ কেউ গান শুনবেন, আর ব্র্যাকেটে জাহান্নামের ভয় দেখাবেন! এ কেমন বৈপরীত্য! রঙিন দুনিয়া আপনার দৃষ্টি আকর্ষণ করেছে। শোবিজ এতো ঘৃণার জায়গা হলে ব্যান করে দেয়া হউক দেশের চলিত সিলেবাস থেকে।
শোবিজে অনেক খারাপ মানুষের ভিড়ে একজন সৈয়দ আবদুল হাদী এবং ফেরদৌসী রহমান আন্টির মতো লিভিং লিজেন্ডরাও এখনো সভ্যতার উপমা হয়ে জীবিত আছেন এই বঙ্গদেশে। নিজেও সভ্য হউন, আর আমরা অসভ্যরা আপনার মত সভ্যদের মঙ্গল কামনা করি সবসময়, দুঃখ নিয়ে লিখেন বাংলার সঙ্গীতের অন্যতম পথিকৃৎ এই শিল্পী।
(শিল্পীর ফেসবুক পোস্টের অংশবিশেষ)