গ্রিক মিথোলোজি তে সোলমেট সম্পর্কে কি বলা আছে???

0
সোলমেট

সৃষ্টির শুরুতে মানুষের মাঝে কোন বিভেদ ছিল না । মানে নারী-পুরুষ আলাদা কিছু ছিল না । মানুষ ছিল পরিপূর্ণ । তখন গ্রিক দেবতা জিউস দেখলেন এই পরিপূর্ণ মানুষের ক্ষমতা প্রবল । তিনি মানুষের ক্ষমতা দেবতাদের ক্ষমতাকে ছাড়িয়ে যাবার আশঙ্কা করলেন । তখন তিনি একটি পরিপূর্ণ মানুষ কে একজন নারী এবং একজন পুরুষে বিভক্ত করলেন । সুতরাং সেই পুরুষ ও নারী একে অপরের সোলমেট হলেন । তারপর দেবতা জিউস তাদের কে পৃথিবীতে ছেড়ে দিলেন যাতে করে তাদের জীবনের একটা নির্দিস্ট সময় নষ্ট হয় একে অপরকে খুঁজতে খুঁজতে । এখন প্রশ্ন করতে পারো যে খুঁজে পেলেই তো তারা একত্রে আবার দেবতাদের চেয়ে বেশী ক্ষমতাধর হয়ে যেতে পারেন ? মজাটা সেখানেই, জিউস তাদের আলাদা এজন্যই করেছিলেন যে, যদি তারা নিজেদের কে খুঁজেও পায় কখনো, তখন নিজের সোলমেট কে খুঁজে পাবার আনন্দে তারা এতটাই মগ্ন থাকবে যে নিজেদের ঐক্যবদ্ধ ক্ষমতা সম্পর্কে তারা আর মাথা ঘামাবে না । আর দেবতাদেরও নিজেদের অস্তিত্য নিয়ে কোন দুশ্চিন্তা করতে হবে না ।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে