ঘোষিত হলো ইউরোপের বর্ষসেরার টপ থ্রি, নেই মেসি রোনালদো

0

ঘোষিত হলো ইউরোপের বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা। টানা দ্বিতীয়বারের মতো ইউরোপের বর্ষসেরা ফুটবলারের সেরা তিনে নাম নেই মেসি-রোনালদোর। চূড়ান্ত তালিকায় পুরো দাপট প্রিমিয়ার লিগের ফুটবলারদের। আরও নির্দিষ্ট করে বললে, মিডফিল্ডারদের।

তালিকার তিন ফুটবলারই মিড সেনানি। চেলসির জর্জিনহো আর এঙ্গোলো কান্তের সঙ্গে রয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনি। ২৬ আগস্ট ইস্তাবুলে জানা যাবে কার হাতে উঠবে, ২০২০/২১ এর শ্রেষ্ঠত্ব। সেদিন অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ড্র।

২০১০-১১ মৌসুম থেকে শুরু হয় ইউরোপের বর্ষসেরা ফুটবলার পুরষ্কার দেওয়া। সংক্ষিপ্ত তালিকায় টানা ৯ বছর দাপট ছিল বর্তমান ফুটবলের দুই পোস্টার বয় মেসি ও রোনালদোর। মাঝে তিনবার মেসি বাদ পড়লেও রোনালদো সবসময় ছিলেন টপ থ্রিতে। কিন্তু গত দুই মৌসুমে আশানুরূপভাবে নিজেদের জৌলুস ধরে রাখতে না পারায় এবার জায়গা হয়নি কারোই।

ফুটবলের ব্যাটন বদলের শুরু কি-না কে জানে। তবে বুড়ো মেসি রোনালদোকে সরিয়ে অন্তত এবারের গাইবে তারুণ্যের জয়গান। আর মিডফিল্ডার যে কতটা শক্তির জায়গা, সেটিও বুঝিয়ে দিয়েছে এই টপ থ্রি।