চবির হল থেকে উদ্ধার দুই বস্তা দেশীয় অস্ত্র, আটক ২০

0
দেশীয় অস্ত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল ও সোহরাওয়ার্দী আবাসিক হলে তল্লাশি চালিয়ে ২৫টি দেশীয় অস্ত্রসহ ২০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে তিন ঘণ্টা ধরে পুলিশের এ অভিযান চলে। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে পুলিশ এক যোগে অভিযান চালায়। এ সময় হলের বিভিন্ন রুমে তল্লাশি করে দেশীয় অস্ত্র রড, চায়নিজ কুঁড়াল, রামদা, লাটি, পাথরসহ বিভিন্ন সরঞ্জাম উদ্বার করা হয়।
দেশীয় অস্ত্র
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর জানান, শাহজালাল ও সোহরাওয়ার্দী আবাসিক হলে পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্বার করা হয়েছে। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা জানান, ২৫টি দেশীয় অস্ত্রসহ শাহজালাল ও সোহরাওয়ার্দী আবাসিক হল থেকে ২০ জন সন্দেহভাজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে পাঁচটি মোটরসাইকেল।

গত মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার জের ধরে দুটি আবাসিক হলে অস্ত্র মজুদ ও ক্যাম্পাসের পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ এই অভিযান চালায়।