চোট কাটিয়ে মাঠে প্রত্যাবর্তন তামিম ইকবালের

0
চোট কাটিয়ে মাঠে প্রত্যাবর্তন তামিম ইকবালের

চোটের কারণে দীর্ঘ সময় বিরতির পর অবশেষে মাঠে ফিরলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল । আজ মিরপুরে নেট বলার দের নিয়ে অনুশীলন শুরু করেছেন তিনি। হাঁটুর চোটে পড়ে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের পর থেকেই খেলার বাইরে ছিলেন তিনি। সম্পূর্ণ সুস্থ হতে তামিমের ৮-১০ সপ্তাহ বিশ্রাম দরকার ছিল।

বিশ্রামের কারণে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ আর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি তামিম। বিশ্রামে থাকতে থাকতেই নিজের ফেসবুক পেজে তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে না রাখার কথা বলে দেন নির্বাচকদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের খসড়া দলটি নির্বাচকেরা গড়েছিলেন তামিমকে রেখেই। কিন্তু ফেসবুকের ওই ভিডিও বার্তার পর তাঁকে বাদ দিয়েই ঘোষণা করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও নেপালে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার কথা তামিমের। বিসিবি থেকে অনাপত্তিপত্রও নিয়ে রেখেছেন তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) নামের সেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা। ২৩ সেপ্টেম্বর তামিম নেপাল যাবেন বলে জানা গেছে।