সিরিয় সরকারের বিরুদ্ধে অপপ্রচার থেমে নেই। গত ২২ ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিচের ছবিটি শেয়ার করা হচ্ছে অসংখ্যবার। বাংলাদেশের মিডিয়ায় এ নিয়ে নিউজও হয়েছে। কালের কণ্ঠের নিউজটি হুবহু তুলে ধরা হল:
“বিশ্ব বিবেককে জাগিয়ে তুলতে এই একটি ছবিই যথেষ্ট। সিরিয়ায় এক ধ্বংসাত্মক রাসায়নিক গ্যাস হামলায় আহত হয় ছোট বোন। তাই তাকে কোলে নিয়ে অক্সিজেন মাস্ক পরিয়ে ধীরে ধীরে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লো বড় বোন! এই দৃশ্য দেখার পরও কী আমাদের বিশ্ব বিবেক চুপ করে থাকবে ?
মাত্র ১টি ছিল অক্সিজেন মাস্ক আর প্রান ছিল ২টি। ছোট বোনের চেয়ে সে নিজেই আহত ছিল বেশী। বর্তমান সিরিয়ায় এরকম হৃদয়বিদারক ঘটনা অহরহই ঘটছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। মানবতা আজ কোথায়?”
এবার আসা যাক ছবিটি সিরিয়ার কিনা। গুগল করে দেখলাম ছবিটি ২০০৮ সালের। মঙ্গোলিয়ায় নির্বাচন পরবর্তী দাঙ্গার সময় তোলা। এটি ২০১৭ সালেও ব্যবহার করা হয়েছিল। এবার তা সিরিয়ার বলে চালিয়ে দেয়া হচ্ছে।
পবিত্র কুরআনে যেকোনো সংবাদ যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। মহান আল্লাহ বলেছেন, “হে মুমিনগণ! কোনো ফাসেক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে ভালোভাবে যাচাই করে দেখবে, যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বস। ফলে নিজেদের কৃতকর্মের কারণে তোমাদেরকে অনুতপ্ত হতে হয়। (সূরা হুজুরাত (৪৯) :
আশা করি মুমিন ভাইয়েরা নিজেদের স্বার্থেই অপপ্রচারে কান দেবেন না। এতে কোনো কল্যাণ নেই।
লেখক: আশরাফ রহমান