মিশরের পশ্চিমাঞ্চলীয় একটি মরুভুমিতে অভিযানকালে জঙ্গিদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৫৩ সদস্য নিহত হয়েছে। রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরুদ্যান বাহারিয়ায় তল্লাশি চলাকালে নিরাপত্তা বাহিনীর উপর এ হামলা হয়। মিশরীয় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল ওই তল্লাশি চালাচ্ছিল। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এখবর জানায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, হাসম নামের একটি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা হামলাটি চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১৫ জন জঙ্গি নিহত হয়েছে। হাসমকে মিশরের নিষিদ্ধ রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের সশস্ত্র শাখা বলে দাবি করে সরকারি সূত্র। কিন্তু এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ব্রাদারহুড।
খবরে বলা হয়, জঙ্গিদের একটি গোপন আস্তানার খবর পেয়ে মরূভূমিতে যায় নিরাপত্তা বাহিনীর ওই দলটি। কিন্তু কাছাকাছি যাওয়া মাত্রই জঙ্গিরা তাদের গাড়িবহর লক্ষ্যে হামলা চালায়।
ওই এলাকাটি জঙ্গিদের কাছে পরিচিত হওয়ায় ও মরুভূমির দুর্বল টেলিযোগাযোগ সিগন্যালের কারণে নিরাপত্তা বাহিনীর কমান্ডিং অফিসার অতিরিক্ত বাহিনী পাঠানোর অনুরোধ জানাতে না পারায় পরিস্থিতি আরো নাজুক হয়ে ওঠে। এতে জঙ্গিদের হামলায় ৫৩ জন পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য নিহত হয়।