টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জিতলো বাংলাদেশ। জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে সিরিজ হারালো টাইগাররা। টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিও বাংলাদেশের। এতেই হয়ে গেল অনন্য এক অর্জন। বাংলার ক্রিকেট ইতিহাসে প্রথমবার!
দেশের বাইরে কোনো পূর্ণাঙ্গ সিরিজে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সবকটি সিরিজ এবারই প্রথম জিতলো বাংলাদেশ। দেশে অবশ্য এই কৃতিত্ব অর্জন করেছে করোনা মহামারি আঘাত হানার আগে সর্বশেষ সিরিজে, জিম্বাবুয়ের বিপক্ষেই।
২০০৯ সালে প্রথমবার সুযোগ আসে বাংলাদেশের সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে হেরে যায়। ২০১৮ তে ফের একবার সুযোগ, প্রতিপক্ষ ক্যারিবিয়ানরাই। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সেবার ওয়ানডে, টি-টোয়েন্টি জিতলেও টেস্ট সিরিজের ব্যর্থতায় করা হয় না কাঙ্খিত রেকর্ড।
সব অপেক্ষা ফুরিয়ে ধরা দিল অর্জন। দেশের বাইরে পূর্ণাঙ্গ সিরিজে সিরিজ জয়ের হ্যাটট্রিক করে ফেললো বাংলাদেশ, উড়ালো লাল সবুজের ঝান্ডা।