টস জিতে বোলিংয়ে ঢাকা ডায়নামাইটস

0
টস জিতে বোলিংয়ে ঢাকা ডায়নামাইটস

বিপিএল এর ৫ম আসরের অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে দল দুটির প্রথম দেখায় হাড্ডা হাড্ডি লড়াই করে ২ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় পায় কুমিল্লা।টস জিতে বোলিংয়ে ঢাকা ডায়নামাইটস

 

আজ দ্বিতীয়বার মাঠ নামার আগে অনুষ্ঠিত টস জিতেছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

এ ম্যাচটি দু’দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। যে দলই জিতবে তারাই দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করবে। প্রথম দল হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স আগেই শেষ চারে নাম লিখিয়ে ফেলেছে।

পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে কুমিল্লা আর তিনে রয়েছে ঢাকা। কুমিল্লা ৮ ম্যাচ খেলে ৬টিতেই জয় পেয়েছে। আর ঢাকা ৯ ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে।

 

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে