টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান না তামিম

0
তামিম ইকবাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। নিজের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে জানিয়ে আজ ফেসবুকে এসে বলেন তামিম।

দুই বছর ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে থাকা তামিম বেশ কয়েকবার ইনজুরিতে পড়ে কয়েকটি সিরিজে খেলা হয়নি তার। তবুও ‘অটোচয়েজ’ হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে তাকে রাখার চিন্তা করেছিল বোর্ড।

এমন সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে তামিম বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। ‘সবচেয়ে বড় কারণ বেশ কিছুদিন ধরে আমি এই ফরম্যাটটাতে খেলছি না। আর দ্বিতীয়ত ইনজুরি। কিন্তু আমার মনে হয় না ইনজুরি এ বড় সমস্যা। আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাবে। কিন্তু যে জিনিসটা আমার কাছে প্রধান মনে হয়, এই সিদ্ধান্ত নিতে যে ব্যাপারটা বড় ভূমিকা রেখেছে সেটি হলো-যেহেতু আমি সর্বশেষ ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলি নাই, এই সময়টাতে আমার জায়গায় যারা খেলছিল, আমার মনে হয় না এটা ফেয়ার হবে তাদের প্রতি, যদি আমি হঠাৎ করে এসে তাদের জায়গাটা আমি নিয়ে নেই।’