টিকা নিলে পুরস্কার হিসেবে গরু, মুরগি ও অ্যাপার্টমেন্ট

0

আন্তর্জাতিক ডেস্ক:

থাইল্যান্ড এবং হংকংয়ে বাসিন্দাদের কোভিড-১৯ এর টিকা নিতে উৎসাহিত করতে আয়োজন করা হয়েছে লটারির। পুরস্কার হিসেবে দেওয়া হবে গরু, মুরগি, বেতনসহ ছুটি, এমনকি সাড়ে ৮ কোটি টাকার অ্যাপার্টমেন্ট পর্যন্ত!

বেশ মাসখানেক যাবৎ পূর্ব এশিয়ার দেশগুলোতে করোনাভাইরাসের নতুন ধরনগুলো ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিস্তার রোধে দেশগুলোর সরকার দ্রুত নাগরিকদের টিকার আওতায় আনতে এই ‘লাকি ড্রয়ের’ ব্যবস্থা করা হয়েছে।

থাইল্যান্ডের উত্তরের চিয়াং মাই নগরীর মায়ে চেম জেলার বেশিরভাগ নাগরিক পশু পালনের কাজ করেন। এদের টিকাদানে উৎসাহিত করতে স্থানীয় কর্তৃপক্ষ লটারিতে পুরস্কার হিসেবে গরু রেখেছেন।

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং সরকার মহামারীর বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলেও টিকা গ্রহণের হার এখনও অনেক কম হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ উদ্বেগে রয়েছে। এ কারণে টিকা গ্রহণে উৎসাহ দিতে করা হয়েছে ‘লাকি ড্র’র ব্যবস্থা। পুরস্কার হিসেবে রয়েছে শপিং ভাউচার, বিমানের ফ্রি টিকেট এমনকি ১৪ লাখ মার্কিন ডলারের একটি অ্যাপার্টমেন্টও।

বেশ কিছু প্রতিষ্ঠান নিজেদের মত করে উদ্যোগ নিয়েছে কর্মীদের টিকা ‍দানে উৎসাহিত করতে। এর মধ্যে রয়েছে বেতনসহ ছুটির প্রস্তাব।

থাইল্যান্ডে টিকা গ্রহণ করলে ফ্রিতে দেওয়া হচ্ছে খাবার। এছাড়াও প্রত্যেক বয়স্ক ব্যক্তি টিকার একটি ডোজ নেওয়ার পর উপহার হিসেবে পাচ্ছেন একটি জীবন্ত মুরগি।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘বিভিন্ন কারণে বয়স্ক ব্যক্তিরা টিকা নিতে চাইছেন না।
এ কারণে আমরা ‍তাদের টিকা দেওয়ার পর পুরস্কার হিসেবে ফ্রি-তে একটি মুরগি উপহার দিচ্ছি।”