টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে পয়েন্ট সিস্টেমে বদল

0
world-test-championship

গেল মাসে শেষ হলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। আসছে আগস্টে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার পাঁচ টেস্টের সিরিজ দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

গতবার পয়েন্ট বন্টন পদ্ধতি নিয়ে অনেক বিতর্ক হয়েছিলো। চাউর হয় সমালোচনা। দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর তাই সতর্ক আইসিসি। পয়েন্ট ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

চলতি আসর থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও দল জিতলেই পাবে ১২ পয়েন্ট। সেই সিরিজে কয়টি ম্যাচ আছে, তা বিবেচনা করা হবে না। ম্যাচ যদি টাই হয়, উভয় দল ছয় পয়েন্ট করে পাবে। আর ড্র হলে দুই দল পাবে চারটি করে পয়েন্ট।

এই বিষয়ে অফিশিয়াল বিবৃতি দিয়ে আইসিসি জানায়, পয়েন্ট সিস্টেম নিয়ে কিছু প্রশ্ন ছিল। দুই বা পাঁচ টেস্টের সিরিজ জিতলে ১২০ পয়েন্ট পাওয়া যেতো। সেটি এবার বদলালো। ম্যাচ জিতলে দল পাবে ১২ পয়েন্ট। তালিকায় দলের অবস্থান নির্ভর করবে মোট পয়েন্টের উপর।

গত বছর করোনা পরিস্থিতির কারণে পয়েন্ট সিস্টেমে পরিবর্তন আনা হয়। এইবার চ্যাম্পিয়নশিপ শুরুর আগে সব টেস্ট খেলুড়ে দেশগুলোর সাথে আলোচনার মাধ্যমে পয়েন্ট ব্যবস্থায় নতুনত্ব আনে আইসিসি। উল্লেখ্য, প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড