দিন যত গড়াচ্ছে, তত জমে উঠছে অলিম্পিক। লড়াই চলছে পদক নিয়ে। টোকিও অলিম্পিকের এই পর্যায়ে এসে পদক তালিকার শীর্ষস্থান নিয়ে লড়াই হচ্ছে জাপান, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ইতোমধ্যে চীনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলো স্বাগতিক দেশ জাপান।
১৩টি সোনা, ৪টি রূপা ও ৫টি ব্রোঞ্জ সহ মোট ২২টি পদক জাপানের। ১২টি সোনা, ৬টি রূপা ও ৯টি ব্রোঞ্জসহ মোট ২৭ পদক নিয়ে দ্বিতীয় স্থানে চীন। সমান ১১টি করে সোনা ও রূপার পাশাপাশি ৯টি ব্রোঞ্জসহ মোট ৩১টি পদক নিয়ে তিনে যুক্তরাষ্ট্র।
এই তিন দেশ ছাড়া সোনার মেডেলে দুই অঙ্কের ঘরে যেতে পারেনি অন্যরা। সাত স্বর্ণ নিয়ে রাশিয়ার অবস্থান চতুর্থ। ছয়টি স্বর্ণ জিতে তালিকার পাঁচ নম্বর স্থান অস্ট্রেলিয়ার দখলে। পাঁচ স্বর্ণে গ্রেট ব্রিটেন আছে টেবিল নাম্বার সিক্সে।
এছাড়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের অ্যাথলেটদের গলায় ঝুলছে তিনটি করে স্বর্ণপদক। আর ২টি করে সোনার গোলক শোভা পাচ্ছে কানাডা, জার্মানি, হাঙ্গেরি ও কসোভোর অ্যাথলেটদের গলায়।