টোকিও অলিম্পিকে শীর্ষ দেশ

0

রবিবার (৮ আগস্ট) পর্দা নামে টোকিও অলিম্পিকের। শেষ দিনে জমে উঠেছিল পদকের লড়াই। চীন না-কি যুক্তরাষ্ট্র, কারা হবেন সোনার রাজা, সেটি নিয়ে ছিল বিস্তর আগ্রহ।

শেষ পর্যন্ত চীনকে টপকে টেবিলের শীর্ষস্থান দখলে নেয় যুক্তরাষ্ট্র।। ৩৯ স্বর্ণ, ৪১ রৌপ্য ও ৩৩ ব্রোঞ্জসহ যুক্তরাষ্ট্রের মোট পদক সংখ্যা ১১৩টি। টোকিও অলিম্পিকে স্বর্ণ এবং মোট পদক, দু’টোতেই সবার উপরে মার্কিনিরা।

মাত্র একটি স্বর্ণপদক কম নিয়ে চীন তালিকায় দুইয়ে। ৩৮ সোনা, ৩২ রূপা ও ১৮ ব্রোঞ্জে চীনের পদক সংখ্যা ৮৮। আসর বসেছে জাপানে। স্বাগতিকরা শেষ করেছে তালিকার তিন নম্বর স্থানে। ২৭ স্বর্ণ, ১৪ রৌপ্য আর ১৭ ব্রোঞ্জে আয়োজকদের পদক ৫৮টি। চারে থাকা ব্রিটেনের স্বর্ণ ২২টি, ২০ সোনা নিয়ে পঞ্চম অবস্থানে রাশিয়া।

১৭ স্বর্ণ নিয়ে ছয়ে অস্ট্রেলিয়া। টপ টেনে থাকা বাকী চার দল ইতালি, ফ্রান্স,জার্মানি ও নেদারল্যান্ডস পকেটে পুরেছে সমান ১০টি করে স্বর্ণপদক।