ডোপ কেলেঙ্কারির দায়ে নিষিদ্ধ হলেন শাহজাদ

0
ডোপ কেলেঙ্কারির দায়ে নিষিদ্ধ হলেন শাহজাদ

নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করে অ্যান্টি-ডোপিং কোড আইন অমান্য করায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যানকে এক বছরের জন্য নিষিদ্ধ করে।ডোপ কেলেঙ্কারির দায়ে নিষিদ্ধ হলেন শাহজাদ

আজ বৃহস্পতিবার আইসিসির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এটি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় আগামী ১২ মাস সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন শাহজাদ।

চলতি বছরের ১৭ জানুয়ারি ডোপ টেস্টের জন্য দুবাইয়ে শাহজাদের নমুনা নেয়া হয়। প্রাথমিক রিপোর্টে দোষী প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।

তবে নিষেধাজ্ঞার কারণে আর বেশি দিন ক্রিকেটের বাইরে থাকতে হবে না শাহজাদকে। কেননা, ১৭ জানুয়ারি থেকেই তার ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়। ফলে আগামী বছরের ১৭ জানুয়ারিতে তিনি ক্রিকেটে ফেরার জন্য যোগ্য হবেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে